ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলার বিশেষ সভা অনুষ্ঠিত

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১ অগাস্ট ২০২২ ০৮:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন, সাংগঠণিক ভিত্তি আরো মজবুত করার লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সাংঘঠণিক প্রতিটি কার্যক্রমে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।

জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭ টায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সংগঠণের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি ও সিলেট গ্যাসফিল্ড সিবিএ কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হারুন, সহ সভাপতি ও জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, সাংগঠনিক সম্পাদক ও জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক দোলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যান সম্পাদক মিজানুর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক ও কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি শাহ আলম ছুরুক, সহসম্পাদক ও জেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, সহসম্পাদক ও জেলা স্বর্নশিল্পি শ্রমিক লীগের সভাপতি রফিক আহমদ, সহসম্পাদক ও জেলা স্বর্নশিল্পি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমেন্দ্র সিংহ, সহসম্পাদক ও জেলা যুব শ্রমিক লীগের সভাপতি প্রনয় ঘোষ, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের প্রাক্তন সভাপতি মোফাখখারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারন সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্বাছ আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মো. আব্দুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সভাপতি আজিজুর রহমান, ব্যাংক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক শানুর আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক ও রুপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পোস্টঅফিস সিবিএ সিলেট অঞ্চলের সহসভাপতি আনা মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুকন মিয়া, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক মুনির উদ্দীন, মহাদেব দাস, মো. রকন উদ্দীন সবুজ, কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি অশোক আচার্য্য, বিআরডিবি সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত কর্মসূচী গুলো হচ্ছে- ভয়াল আগস্ট শুরুর প্রথম দিন ১লা আগস্ট বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিক্তিতে  পুষ্পস্থবক অর্পণ, ৫ ই আগস্ট বঙ্গবন্ধুর প্রথম পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালন, ৮ ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন, ১৫ ই আগস্ট সিলেট জেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্নয় করে যথাযথ মর্যাদায় পালন, এছাড়াও আগস্ট মাসের শেষের দিকে টুঙ্গিপাড়ায় জেলা শ্রমিক নেতৃবৃন্দ সফর করা, জেলার ১৩টি উপজেলা কমিটি, ১২টি বেসিক ইউনিয়ন কমিটি ও ২২টি জাতীয় ট্রেড ইউনিয়নের জেলা কমিটি সমন্নয় করে অনুষ্ঠান পালন করবে।