পটুয়াখালী জেলা ছাত্রদলের আহব্বায়ক কমিটি হওয়ায় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রদলের কমিটিতে মেহেদী হাসান শামিম চৌধুরী আহব্বায়ক ও জাকারিয়া আহম্মেদকে সদস্য সচিব করে জেলা শাখার নতুন কমিটি হওয়ায়। নতুন কমিটির আহব্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৭সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার কোট চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় (নান্নু শপিং কমপ্লেক্স) এর সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিল ও র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামিম চৌধুরি ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দকে আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমান যে দায়িত্ব অর্পণ করেছেন তা যেন তারা যথাযথভাবে পালন করতে পারে তার জন্য আমাদের দোয়া ও শুকামনা রইল। আরও বলেন এই নতুন নেতৃবৃন্দ খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জেলা সহ সকল উপজেলায় কঠোর ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ন আহবায়ক ফেরদৌস হাসান সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসাইন, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আতিকুল্লা সোহাগ, রাজিব হোসেন ও ছাত্রদল নেতা সাধারন সম্পাদক প্রার্থী ইব্রাহীম সহ উপজেলা যুবদল ও সেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।