ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১০ জুলাই ২০২৪ ০৩:০০:০০ অপরাহ্ন | খুলনা

ঝিনাইদহের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তারিকুল ইসলাম (৩০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সদর উদ্দিনের ছেলে।

 

মৃতের পরিবার জানায়, সন্ধ্যায় বাড়িতে নিজের ইজিবাইকে চার্জ দিতে যায় তারিকুল ইসলাম। এ সময় একটি ছেড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ইয়াসমিন জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




সবচেয়ে জনপ্রিয়