দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফ আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।
নিহত আশরাফ আলীর ভাই মো. ইব্রাহিম আলী জানান, তার ভাই গত ১৫ দিন আগে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে আশারাফ আলী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আশরাফ আলীর অকাল মৃত্যুতে পরিবার এবং দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আশরাফ আলীর ১৮ মাসের একজন কন্যা সন্তান রয়েছে।