ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন তাঁকে বিজয়ী করতে হবে: মোস্তফা খান সফরী

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মোস্তফা খান সফরী বলেছেন, দেশের অন্যতম প্রাচীন বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই দলে একটি পদের জন্য যোগ্যতা সম্পূর্ণ একাধিক ব্যক্তি রয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী একটি পদে একজন ব্যক্তিকেই থাকতে হবে। এক্ষেত্রে দেশ জনগণ ও দলের স্বার্থে যাকে উক্ত পদে দলের সিদ্ধান্ত অনুযায়ী যাকে দেওয়া হয় তাঁকে মেনে রাজনীতি করতে হয়। এটাই হচ্ছে নিয়ম বা আইন। তাই ঐ একটি পদের জন্য একাধিক ব্যক্তি নানা ভাবে তাঁর যোগ্যতা অভিজ্ঞতা ও মেধার বহিঃপ্রকাশ ঘটান। সেটাকে বলে প্রতিযোগিতা। অতএব নেতৃত্বের ক্ষেত্রে, জনপ্রতিনিধি পদে নির্বাচনের জন্য বৃহৎ এই রাজনৈতিক দল বিএনপিতে একাধিক ব্যক্তির প্রতিযোগিতা থাকবে। কিন্তু দল যাকে ভালো মনে করে, যার প্রতি আস্হা বিশ্বাস রেখে দায়িত্ব দিবেন, তিনি আমাদের নেতা হবেন। অতএব যে বা যিনি দলের প্রতীক ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন, যাকে দল মনোনয়ন দিবে তাঁকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে বিজয়ী করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি ছাত্র জীবন থেকে এ দলের রাজনীতি করে আসছি। সেই থেকে আজ অবধি দলের সিদ্ধান্ত কে মেনে নিয়ে রাজনীতি করছি। কে আমার পছন্দের বা কে অপছন্দের সেটি আমার কাছে মুখ্য নয়, আমার কাছে মুখ্য হচ্ছে, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক। আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমান আমাদের নেতা। আমরা সবাই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী। এটাই সবচেয়ে বড় পরিচয়।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বিএনপি রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৩১ টি মামলার এজাহার ভুক্ত আসামী হয়ে ফেরারী হয়ে জীবন করতে হয়েছে। শুধু তাই নয়, যে পিতার মৃত্যু হয়েছে, আমি তাঁর সন্তান হয়ে পাশে থাকতে পারিনি।

তিনি বলেন, এই এলাকা আমার জন্ম। এই মাটির সাথে আমার নাড়ীর সম্পর্ক। বিগত দিনে রাজনীতির মধ্য দিয়ে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে আছি এবং থাকবো।

তিনি এসময় বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা চাঁদপুর জেলা সদর বিএনপিকে নানা ভাবে সহযোগিতা করে দলের অগ্রযাএা অক্ষুণ্ণ রাখতে ভুমিকা রেখেছেন, বিশেষ করে বিষ্ণুপুর, কল্যাণপুর ইউনিয়নসহ অএ অঞ্চলে বিএনপির নেতৃত্ব দিয়ে অগ্রযাত্রা অক্ষুণ্ণ রেখেছেন, এদের মধ্যে যারা বেঁচে নেই এবং যারা অসুস্থ সকলের জন্য দোয়া চাই।

তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল। বিগত ফ্যাসিস্ট সরকার দেশী বিদেশী নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ও বিএনপি কে রাজনীতি থেকে দূরে রাখতে পারিনি। কারণ এদেশের জনগণ বিএনপি কে ভালোবাসে। অতএব আপনারা যারা বিএনপির রাজনীতি করছেন, স্ব স্ব এলাকার সাধারণ জনগণের পাশে থাকবেন। সাধারণ জনগণের পাশে থেকে কোনো ধরনের চাঁদাবাজি ধান্দাবাজি এবং অপকর্ম করা যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে। তিনি সর্বোপরি দলীয় নেতাকর্মীদের কে কোনো গুজবে কান না দিয়ে দলের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করার জন্য সকলকে কাজ করার আহবান জানান।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী গতকাল ৭ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১ বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার ইউনিয়ন পরিষদের মাঠে উক্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উক্ত ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাতের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, বিএনপি নেতা অ্যাডঃ এ এইচ এম আশ্রাফুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপি নেতা মানিকুর রহমান, বিএনপি নেতা শাহাদাত হোসেন খান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জাকির খান, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আকাশ খান জিতু, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জিসাস সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোখলেস হাজরা, নজরুল ইসলাম রুবেল, বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম পলাশ,

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, মতলব ডিগ্রী কলেজ ছাত্র দলের সাবেক নেতা কামাল হোসেন ঝুটন, জেলা যুবদলের নেতা আবু আহমেদ রাসেল আহমেদ জেলা ছাত্রদল নেতা সুকুমার রায়, রাসেল আহমেদ জনি, যুবদল নেতা শামীম মজুমদার, শাহীন মোল্লা, মহসীন তপাদার, আহমেদ দর্জী প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোঃ আলমগীর বকাউল।

উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভা শুরুর পূর্বে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মোস্তফা খান সফরী কে আকাশ খান জিতুর নেতৃত্বে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উক্ত মতবিনিময় সভায় বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, আশপাশের এলাকা থেকে খন্ড খন্ড মিছিলটি এক সময়ে বিশাল জনসভায় রুপ নেয়। মতবিনিময় সভার পূর্বে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী কাজীর বাজারের ব্যবসায়ীদের সাথে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে দোয়া চান।

এসময় তাঁর সাথে জেলা, সদর উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বায়ান্ন/এসএ