ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নওগাঁয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সুবীর দাস, নওগাঁ | প্রকাশের সময় : শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলার অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা শ্রমিক দলের আয়োজনে এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: রফিকুল ইসলাম।  

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জেড. এম. আর. মনজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ। 

জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ জেলা শাখার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার বিএনপি'র আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালে নওগাঁ- ৬ আসনের ধানের শীষ প্রতিকের  প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলালসহ প্রমুখ।

 

বায়ান্ন/এসএ