ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নবীনগরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাসিক সমন্বয় সভা

মো. কামরুল ইসলাম, নবীনগর | প্রকাশের সময় : শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অনলাইন রিপোর্টিং এন্ট্রি, কাজের পরিধি, কমিউনিটি ক্লিনিক পর্যায়ে রেজিস্ট্রার আপডেট, পরিস্কার পরিচ্ছন্নতা ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা প্রদান সিজি ও সিএসজি কমিটির মিটিং যেন প্রতি মাসে নিয়মিত হয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়। প্রত্যেক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের নিজ কাজের পরিধির ব্যাপকতা ও সার্বিক বিষয়ে ফিডব্যাক নেওয়া হয়। 

এসময় স্বাস্থ্য পরিদর্শক উপজেলা এমটি (ইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রতি মাসেই কমিউনিটি ক্লিনিক পরিদর্শন অব্যাহত থাকবে।