ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নীলফামারী ডিমলা উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

স্বপ্না আক্তার, নীলফামারী | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তবিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মো. তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ডিমলা উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।