ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ফরিদপুরে সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সনত চক্রবর্তী, ফরিদপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরে সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলা শহরের জনতা ব্যাংকের মোড় চত্বরে কয়েক হাজার মুসল্লি উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ফরিদপুরের ওলামায়ে কেরাম, তাবলিগের সাথী, সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থী খুনিদের সন্ত্রাসী হামলা এবং হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।

এসময় খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহ আকরাম আলী, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, খেলাফত মসজিদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল, মাওলানা আবুল হোসাইন, মুফতি মনসুর আহমাদ, মুফতি কামরুজ্জামান, মুফতি আব্দুল কাইয়ুমসহ শত শত আলেম। 

এসময় উপস্থিত বক্তারা বলেন, ইসলামের সব থেকে বড় শত্রু ইহুদি, আর এই ইহুদীদের উদ্দেশ্যে হাসিল করার জন্য সাদপন্থীরা রাতের অন্ধকারে নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা সাদপন্থি এই খুনিদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করি।

এছাড়া ফরিদপুর জেলা সাদপন্থি নেতা মাওলানা আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং ফরিদপুর জেলায় সাদ পন্থিদের কোন কার্যক্রম করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে হাজির হয়।

এ সময় তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠান।