ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ফসল রক্ষার ফরিয়াদ করে বোরহান উদ্দিন মসজিদে দোয়া

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ ০৪:২৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 

 

 

সিলেটের প্রথম মুসলমান বিখ্যাত আউলিয়া হযরত সৈয়দ বোরহান উদ্দিন মাজার মসজিদে ফসল রক্ষার ফরিয়াদ করে দোয়া করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজে ওই প্রার্থনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবদুল মালিক হবিগঞ্জি। 

 

মুনাজাতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে কৃষকদের সম্বল বোরো ফসল রক্ষার জন্যে দোয়া করা হয়। ফসল নষ্ট করে কৃষদের কষ্ট না দেয়ার জন্যে মহান আল্লাহর দরবারে প্রাথনা  করা হয়। 

 

দোয়ায় সিয়াম সাধনার মাসে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মুসলমান জাতিকে ইমানের সাথে বেচেঁ থাকার তওফিক দিতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। সিয়ামের উসিলায় মুসলিম জাতিকে ক্ষমা করে দেয়ারও ফরিয়াদ করা করা হয়। কামনা করা হয় দেশের সমৃদ্ধি ও শান্তি।