ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১
হত্যাকান্ডে ব্যবহৃত সিনএজি চালিত অটোরিক্সা উদ্ধার

বগুড়ার কলেজ শিক্ষককে নৃশংস হত্যার আলোচিত মামলায় ২ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৩:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 বগুড়ার শাজাহানপুরে আলোচিত ও নৃশংস হত্যাকান্ড কলেজ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজ হত্যা মামলায় র‌্যাব দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এদের মধ্যে এক জন এজাহারভুক্ত আসামী। র‌্যাবের অভিযানে হত্যাকান্ডে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- তন্ময় ওরফে কিলার সাব্বির(২৮) ও আল আমিন(২৬)। তারা দু’ জনই কুখ্যাত সন্ত্রাসী সাগর বাহিনীর সদস্য। বাহিনী প্রধান ভয়ঙ্কর সন্ত্রাসী সাগরের সন্ত্রাস চাঁদাবাজী ও মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়া কলেজ শিক্ষক পারভেজের জন্য কাল হয়ে দাড়িয়েছিলো। ২সেপ্টেম্বর শাজাহানপুর উপজেলার সাবরুলের নিজের বাড়ি থেকে মটরসাইকেলে শহরের দিকে আসার পথে কলেজ শিক্ষক পারভেজকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সাগরবাহিনী। এঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামীদের নামে শাজাহানপুর থানায় মামলা হয়। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোয়েন্দা তৎপরতায় তারা জানতে চাঞ্চল্যকর ও আলোচিত এই হত্যা মামলায় জড়িত আল আমিন শহরের কালিতলা এলাকায় অবস্থান করছেন। সোমবার প্রথমে তাকে হত্যাকান্ডে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাসহ গ্রেফতার করে সাব্বিরের তথ্য পাওয়া যায়। সে অনুযায়ি র‌্যাবের একটি টিম সোমবার বিকালে রাজশাহীতে অভিযান চালায়। সাব্বির রাজশাহীর বিসিক এলাকায় ছদ্মনামে অবস্থান করছিলো। গ্রেফতারকৃত দুইজনই র‌্যাবের নিকট কিলিং মিশনে থাকার কথা স্বীকার করেছে। হত্যাকান্ডের পর তারা ঢাকা ও রাজশাহীসহ বিভিন্নস্থানে আত্মগোপন করেছিলো। র‌্যাব তাদের বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের নিকট সোর্পদ করেছে। শাজাহানপুর থানা পুলিশ মঙ্গলবার জানিয়েছে তাদের নিকট জিজ্ঞাসাবাদে দু’জনই হত্যাকান্ডে অংশ নেয়ার কথা স্বীকার করেছে। তাদের আদালতে স্বীকারোক্তি নেয়ার জন্য পাঠান হচ্ছে।