ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বগুড়ার শিবগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শিবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রী মেনেরা বেগমের স্বামী গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে, শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধাওয়াগী মিল্কিপুর গ্রামে। জানা গেছে, ৫ বছর পূর্বে মিলন উপজেলার ময়দানহাটা ইউনিয়নের পলাশী গ্রামের মেনেরা বেগমের সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে মরিয়ম নামের ২ বছরের কন্যা সন্তান রয়েছে। মিলন মিয়া ধাওয়াগী মিল্কিপুর গ্রামের জাহেদুল ইসলামের পুত্র।  

কিন্তু প্রথম স্ত্রী মেনেকা থাকা স্বত্বেও মিলন মিয়া পরকিয়া করে পাশ্ববর্তী বাড়ির মামী মর্জিনাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীকে ভরনপোষণ না দেওয়ার কারনেই তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। ২য় স্ত্রীর কথা বেশি শুনতো মিলন। এরই ধারাবাহিকতায় রোববার সকালেও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে মেনেরাকে বেধরক মারপিট করে তার অবস্থা আশঙ্কাজনক দেখে পালিয়ে যান মিলন। দুপুরে স্থানীয়রা মেনেরাকে ডাকাডাকি করলে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে বিছানায় তার নিথর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। 

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যু প্রকৃত রহস্য জানা যাবে।