ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

বগুড়ায় পালিত হলো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ১৭ মার্চ ২০২৩ ০২:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 আজ ১৭ মার্চ শুক্রবার বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী, কেক কর্তন ও শিশু সমাবেশ  অনুষ্ঠিত হয়। সকালে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। র‌্যালীতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ বগুড়ার প্রধান নির্বাহী আশরাফুল মবিন খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বগুড়া জিলা স্কুল অডিটোরিয়ামে শিশু-কিশোর নিয়ে ১০৩ কেজি ওজনের কেট কাটেন বগুড়া-৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু ও বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন, এ্যাড. মকবুল হোসেন মুকুল, টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, আল রাজী জুয়েল ও যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ। 

বক্তারা বলেন, জাতির জনকের সোনার বাংলা গড়ে তুলতে হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ স্মাট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে যারা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে।