র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২জন পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, বগুড়া জেলার গাবতলী মডেল থানার নয়ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, জেলার গাবতলী উপজেলার মাড়িয়া (গোলাবাড়ী) এর মোঃ আব্দুল বাছেদ মন্ডল ওরফে পুকড়ার পুত্র মোঃ আব্দুস সালাদ মন্ডল(৩৫) ও মোঃ আনছার আলীর পুত্র মোঃ সেলিম হোসেন (৩৫)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামীরা বগুড়া জেলার গাবতলী থানাধীন রানীনগর মাস্টারপাড়া এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুস সামাদ মন্ডল (৩৫), মোঃ সেলিম হোসেন(৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।