ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চারটি গাড়ির চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহতসহ আহত হয়েছেন অপর পাঁচজন। নিহত তিনজনই পুরুষ। তন্মধ্যে পটুয়াখালীর খালেক মিয়ার ছেলে আরশাদুল্লাহ্ ব্যাতীত অন্যান্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে বীরপাশা নামক স্থানে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। আহতরা পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের বীরপাশায় ঢাকা থেকে সিলেটগামী মডার্ণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস, সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপ এবং একটি কাভার্ডভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মধ্যে চতুর্মুখী সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয় অপর পাঁচজন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'চারটি গাড়ির চতুর্মুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।'