ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১

ভারত সফরে গেলেন ইসকনের ৭৫ ভক্ত

মনির হোসেন, বেনাপোল | প্রকাশের সময় : বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ০১:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর

বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ-ইসকনের ৭৫ জন ভক্ত ভারতে গিয়েছে সন্ধ্যা সাড়ে ৫ টার সময়।

মঙ্গলবার ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভার ও দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।

বিকেল ৫ টার সময় তারা বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন এবং তারা সাড়ে ৫ টায় ভারতে প্রবেশ করেন।

ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারীর নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। তারা বলেন ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছেন।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এদিকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি।

এর আগে শনি ও রোববার ৮৩ জন ইসকন ভক্তদের ভারতে প্রবেশের অনুমতি না দিয়ে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন কতৃপক্ষ। 

 

বায়ান্ন/এসএ