ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলির চাপায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ০৬:৫০:০০ অপরাহ্ন | গণমাধ্যম

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলির (এক ধরনের স্থানীয়ভাবে তৈরি বাহন) চাপায় মো. রুবেল আকন(২৫) নামে একজন যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি সদরের বড় ব্রীজ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুবেল আকন শিকারমঙ্গল ইউনিয়নের পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে ট্রলির মালিক রুবেল আকন তার নিজের ট্রলিতে করে বালু নিয়ে কালকিনি সদর থেকে শিকারমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলি নিয়ে কালকিনি বড় ব্রীজের পূর্বপারে গেলে ট্রলি উল্টে যায়। এসময় মালিক রুবেল আকন ট্রলির নিচে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে শিকারমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, বালুবাহী ট্রলির নিচে পরে মো. রুবেল আকন মারা গেছে।