উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টিপাতের কারণে বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে বীপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় বিপদসীমা ছুঁই ছুঁই করলেও পানি বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় যমুনার পানি বীপদসীমা অতিক্রম করেছে । যমুনার পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চর এলাকার ফসলী জমি ও বসত বাড়ীতে বন্যার পানি ঢুকে পড়েছে।সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রিপন মাহমুদ বিতান জানান,চরবাটিয়া,গজারিয়া বাগবেরসহ বিভিন্ন চরে ধান ও পাট ক্ষেত এবং কিছু কিছু বাড়ি ঘরে বন্যার পানি প্রবেশ করছে । বেশ কিছু ফসলী জমি বন্যার পানিতে তলিয়ে গেছে । স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত বৃহম্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৬২সেঃমিঃ বৃদ্ধি পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬টায় যমুনার পানি বিপদসীমার ২সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়। অপর দিকে বাঙ্গালী নদীর পানি বৃদ্ধিতে নিজবরুরবাড়ী গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে