ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

লাকি সেভেন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় অনন্তবালা ফুটবল একাদশ জয়ী

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৬ অক্টোবর ২০২৩ ০২:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শিবগঞ্জে লাকি সেভেন ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

রবিবার বিকালে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমএ মারুফ মন্ডলের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক রবিউল হাসান মাসুদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা ৩নং ওয়ার্ড আওয়ামলীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মন্ডল, অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম রবি, সাবেক কৃতিমান ফুটবলার আকরাম হোসেন, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য বুলু আকন্দ, আব্দুল হান্নান। 

 

এতে আরও উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টির ৩নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামসহ বিভিন্ন সুধীজন।

 

খেলায় ৩-১ গোলে মোকামতলা ফুটবল একাদশকে পরাজিত করে অনন্তবালা ফুটবল একাদশ জয় লাভ করে।