ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৮:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

মৎস্য অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় শান্তিগঞ্জ উপজেলার সদরপুর খালে ৬ শত ২২ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

 

শনিবার বিকাল ৩ টায় উক্ত পোনামাছ অবমুক্ত করনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, ছাতক উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস,শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সকিনা আক্তার,বিশম্ভরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূইয়া, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম,শান্তিগঞ্জ হ্যাচারী কর্মকর্তা মোজাম্মেল হক, দোয়ারা বাজার উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন,শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলিটেটর নিপেশ পাল, মাছের পোনা সরবরাহকারী সৈয়দুল ইসলাম সহ প্রমুখ।