ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

শিবচরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ভক্তদের ঢল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর
শুভ জন্মাষ্টমী উপলক্ষে শিবচরে বর্ণাঢ্য শোভাযাত্রা, রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী উদযাপন করেছে সনাতন ধর্মালম্বীরা। রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতায় কৃষ্ণ সাজে শ্রুতি ব্যানার্জী ও রাধা সাজে অদ্রিজা পাল নন্দিনী প্রথম স্থান অর্জন করে স্বর্নের লকেট জিতে নিয়েছে।
 
জানা যায়, ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে বুধবার বিকেলে শিবচর পৌরসভার সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ৭১ সড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মন্দিরে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাধা ও কৃষ্ণের সাজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে বিচারকবৃন্দ কৃষ্ণ সাজে শ্রুতি ব্যানার্জীকে ও রাধা সাজে অদ্রিজা পাল নন্দিনীকে প্রথম ঘোষনা করে। পরে বিজয়ীদের মাঝে রিতু জুয়েলারী ওয়ার্কসপের সৌজন্যে ২ টি স্বর্নের লকেটসহ সকল প্রতিযোগিদের মাঝে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।
 
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আআলহাজ্ব আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক উপস্থিত ছিলেন।
 
 এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি কমল কুন্ডু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক জগবন্ধু কুন্ডু, রিতু জুয়েলারী ওয়ার্কসপের স্বত্বাধিকারী নির্মল কুমার পাল প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উপযাপন পরিষদ ও প্রেস ক্লাব সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার।