সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এদেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশে শিক্ষাক্ষেত্রে দেড়’শ এর বেশি বিশ্ববিদ্যালয় আছে, এক’শ এর বেশি মেডিকেল কলেজ আছে, এক’শ এর মতো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে দুই/একটি বিশ্ব বিদ্যালয় ছিল। জাতিকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে শেখ হাসিনা আরো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করবেন। আমরা সকলে মিলে শেখ হাসিনার উন্নয়নের জোয়ারকে সমর্থন দিতে হবে।
তিনি আরো বলেন, আমি মন্ত্রী না হলেও কোন সমস্যা নাই, উন্নয়নের স্বার্থে আমার দুই হাত আছে। মন্ত্রী আসে মন্ত্রী যায়, এমপি আসে এমপি যায়, জীবন একবারই আসে একবারই যায়। জীবনকে কাজে লাগাতে হবে। আমি আপনাদের উন্নয়নে কাজ করবো। সরকারি অনেক কিছু নিয়ে আসবো। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন। তাদের সাহায্য ও সহযোগিতা চাই।
এম এ মান্নান আরো বলেন, পাগলার বিশিষ্ট ও দানবীর ব্যক্তিরা আছেন পাগলা এলাকায় সময়ের প্রয়োজনে একটি গালর্স হাইস্কুল নির্মাণ করা প্রয়োজন। আমি কথা দিচ্ছি আমি সার্বিক ভাবে সহায়তা করবো। কিন্তু নেতৃত্বে আপনাদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১১ টায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাগলা হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরব আলী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুল হেকিম, আওয়ামী লীগ নেতা হাজী তহুর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক সহ প্রমুখ। সভার শুরুতেই কোরআন পাঠ করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল মাহবুব ও গীতা পাঠ করে ৭ম শ্রেণীর শিক্ষার্থী রিমপী সূত্রধর।