ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাতক্ষীরায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৪:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

সাতক্ষীরায় মাটি ও ট্রলি চাপা পড়ে মো. মিজানুর রহমান নামে এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত মিজানুর সদর উপজেলার মোহনপুর গ্রামের এলাহী বাক্স সরদারের ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর এলাকায় বেতনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজানুর রহমান সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় বেতনা নদীর পাড়ে স্তুপ করে রাখা মাটি কাটছিলেন। সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ উপরের মাটি ভেঙ্গে পাশে থাকা ট্রলিসহ মিজানুরের গায়ের উপরে পড়ে। এতে মাটি ও ট্রলি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় মাটি শ্রমিক মিজানুর রহমান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বায়ান্ন/প্রতিনিধি/একে