ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে দুই কারারক্ষী আটক

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার রাতে সাতক্ষীরা লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। আটক করারক্ষীরা হলেন ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে (কারারক্ষী/৪৩০৪৬) মোঃ মামুন চৌধুরী (২৮) এবং একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মোঃ ডব্লিউ বিশ্বাসের ছেলে (কারারক্ষী/৪২৮৮৮) মোঃ রাজন বিশ্বাস (২৯)।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা আজ শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, ডিবি পরিচয়ে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর মাদক ব্যবসায়ীকে আটক করে তার নিকট হতে অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে তাদের ব্যবহৃত ১টি নীল রং এর সুজুকি এসএফ যার রেজিঃ নং-ঝিনাইদহ-ল-১৩-১৫৮০ মোটরসাইকেল ও ১ জোড়া হ্যান্ডকাফসহ অবস্থান করে। স্থানীয় লোকজনের নিকট তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে সংবাদ দেয়। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্য এসআই রুবেল আহমেদ, মোস্তাক আহমেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যায়। এসময় ডিবি পুলিশ কারারক্ষীদের জিগাসাবাদ করে। স্থানীয় জনগনের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে। ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করে। একই সাথে কারারক্সীদের ব্যবহারিত ঝিনাইদহ-ল-১৩-১৫৮০ নং মোটর সাইকেলটি আটক করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) নিয়ে আসে।