ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

সুনামগঞ্জে লেট আস লার্ন প্রকল্প'র অবহিতকরণ সভা-

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৭:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান বলেছেন, আমরা বিস্তর কাজ করছি৷ তার পরও মানুষ বিশ্বাস করছেনা। তবে কাজ করতে গিয়ে প্রমাণ রাখতে হবে। আমরা আপনাদের সাথে আছি, সহযোগিতা আমাদের থাকবে। আপনারা যে কাজ করছেন ডকুমেন্ট রাখতে হবে। আমরা সবাই মিলে মিশে আন্তরিকতার সহিত কাজ করব। তখই সফলতার দ্বারপ্রান্তে পৌছতে পারব।
 
বুধবার(২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পিটিআই সুনামগঞ্জে লেট আস লার্ন প্রকল্প, সহকারী শিক্ষা কর্মকর্তাদেরকে প্রকল্প নির্দেশিকা ও শিখন প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথর বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
 
জাগরণী চক্র ফাউন্ডেশন এর আয়োজনে ইউনিসের এর সহযোগিতায় পিটিআই  সুনামগঞ্জ এর হল রোমে পিটিআই সুনামগঞ্জের সুপারিনটেন্ডেন্ট অনিতা রায় এর সভাপতিত্বে ও জাগরণী চক্র ফাউন্ডেশন লার্ন প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুবর্না আক্তারের পরিচালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিটিআই সুনামগঞ্জ এর সহকারী সুপারিনটেন্ডেন্ট মোঃ জসীম উদ্দীন।অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশন লেট আস লার্ন প্রজেক্ট ডিরেক্টর হিমাদ্রী প্রসাদ মিস্ত্রি। অববতিকরণ সভায় ল্যাপ্টপে প্রেজেন্টেশন এর
মাধ্যমে তাদের কার্যক্রম উপস্থাপন করেন জাগরণী চক্র ফাউন্ডেশন এর কমিউনিকেশন ফর ডেভেলোপমেন্ট কো-অর্ডিনেটর ( সিএডসি) মোঃ বদরুল আলম ও ডকুমেন্টশন রিপোর্টিং এন্ড লার্নিং অফিসার ইকরামুল হাসান রাজু।
অবহিত করণ সভায় অংশ গ্রহণ করেন জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টর সহ প্রমূখ।