ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টে উদ্ধোধনি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান।

অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম তুহিন।

প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম হোসেন বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল।

উদ্বোধনী খেলায় কামাল উদ্দীন টিটু স্মৃতিতি ফুটবল একাদশ ১-০ গোলে মুসলিম উদ্দীন চৌধুরী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলায় বিজয়ি দলকে ব্যারিস্টার মীর হেলাল এর পক্ষ থেকে নগদ ৫০০০ টাকা এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সদস্য, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদল, ছাত্রদলসহ স্থানিয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।