ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

২২ ঘণ্টা পর চট্টগ্রামের সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ১০:০০:০০ অপরাহ্ন | জাতীয়

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছ। রবিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টায় বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।’

 

তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা প্রত্যেকটি কনটেইনার খুলে চেক করছেন। কনটেইনারগুলো থেকে ফের আগুনের সূত্রপাত হতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

 

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর ১টি কোম্পানি যৌথভাবে কাজ করেছে।

 

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নয়জন ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।