ঝিনাইদহের শৈলকুপায় ৪ দিনের শিশুকে সঙ্গে নিয়ে এসএসসি পরীক্ষা দিল মা সাদিয়া খাতুন। রবিবার (৩০ এপ্রিল) শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে সাদিয়া খাতুনের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে শিশুটির ফুফু উপস্থিত ছিলেন। মায়ের পরীক্ষার সময় বাচ্চাটি রুমের বাইরে অবস্থান করছিল।
সাদিয়া খাতুন আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী। সে পৌর এলাকার খালধারপাড়া গ্রামের বাসিন্দা।
সাদিয়া খাতুন বলেন, ‘৪ দিন আগে আমার বাচ্চা হয়েছে। বেশ সময় ধরে পরীক্ষা দিতে হয় তাই বাড়িতে না রেখে তাকে সঙ্গে নিয়ে এসেছি। বাচ্চা ছোট হওয়ায় তাকে রুমের বাইরে রেখে পরীক্ষা দিতে আমার সমস্যা হচ্ছে। তাই বাকি পরীক্ষা নাও দিতে পারি।’
শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, ‘সাদিয়া খাতুন নামের আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থী ৪ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিয়েছে আমাদের কেন্দ্রে। মানবিক কারণে পরীক্ষার নিয়ম-কাননু মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে।’
শৈলকুপা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী বলেন, ‘কেন্দ্র সচিবের মাধ্যমে ঘটনাটি আমি শুনেছি। ৪ দিনের শিশুকে রেখে মেয়েটি পরীক্ষায় অংশ নিয়েছে। এ জন্য তাকে সাধুবাদ জানাই।’