কুড়িগ্রাম সদর উপজেলায় সবগুলো বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোন সবজি। এতে বাজার খরচের সঙ্গে আয়ের সঙ্গতি করতে পারছেন না নিম্ন আয়ের মানুষজন।
সদর উপজেলা কয়েকটি বাজার ঘুরে দেখা যায় করলা ১০০ টাকা, আলু ৬৫ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কচু ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ৮৫ টাকা, ঢেড়স ৮০ টাকা, শশা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম।
এক সপ্তাহের মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজও ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ত্রিমোহনী বাজারের সবজি বিক্রেতা আশিক মিয়া বলেন, সপ্তাহ খানেক আগে সবজির দাম কিছুটা কম ছিল। কাঁচা মরিচ ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। বর্তমানে আরৎ থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়। সিন্ডিকেটের খপ্পড় থেকে সবজি বাজার বাঁচার ব্যবস্থা করতে হবে।
ব্যবসায়ী মিরাজ বলেন, বর্তমানে সব ধরনের সবজির দাম ৮০ টাকার উপরে। তবে আগামী এক মাসের মধ্যে সবজির দাম কিছুটা কমতে পারে।
নুসরাত ফার্মেসির স্বত্বাধিকারী মাসুদ রানা জানান, সবজির দাম দ্বিগুণ হলেও আয় রোজগার বাড়েনি। বড় ফ্যামিলি চালাতে তাই হিমশিম খাচ্ছি।