"গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা: ফেনী প্রসঙ্গ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী পৌরসভার কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট- সিজিডি।
সিজিডি'র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় ও সিজিডি'র চেয়ারম্যান এ. জি. এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলা উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাংবাদিক এ কে এম আবদুর রহিম, এবি পার্টির ফেনী জেলা সেক্রেটারি ফজলুল হক, ছাত্র প্রতিনিধি আবদুল আজিজ প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএ