দেশের বর্তমান অবস্থা দৃষ্টে একটি বিষয় খুবই জরুরী । বলতে গেলে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। ব্যাংকিং খাত থেকে শুরু করে শেয়ার বাজার ও পুঁজি বাজারসহ পুরো কর্পোরেট সেক্টরটাই ভেঙ্গে পড়েছে। এর কারনটা এখন আর কারো অজানা নয়। প্রতি দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে তা ফলাও করে প্রচার হচ্ছে। বেরিয়ে আসছে বিভিন্ন সেক্টরের দুর্নীতি আর দুর্নীতিগ্রস্তদের চেহারা। এ বিষয়ে বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্তাব্যক্তিগণ যথাযথ ব্যবস্থাও নিচ্ছেন। আশার কথা পাশাপাশি দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগও নেয়া হচ্ছে। এর সাথে একটু যোগ করলে মনে হয় তেমন মন্দ হবে না। তা হলো- অভাবী সংসার টিকিয়ে রাখতে যেমন কর্তাব্যক্তি নিরুপায় হয়ে যেমন ইঁদুরের গর্ত খুড়ে ধান বের করে আনে। ঠিক তেমনি দেশের ধেঁড়ে ইঁদুর, নেংটি ইঁদুর ও পুঁচকে ইঁদুর নামক দুর্নীতিবাজদের গর্ত অর্থাৎ লুকানো সম্পদ ভান্ডার খুঁজতে হবে। উদ্ধার করে আনতে হবে গর্তের ধান নামক সকল অর্থ। দেশের অর্থনৈতিক সঙ্কটকালে তা অনেকটাই টনিকের মতো কাজ করবে।