ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

আন্দোলনমুখি কমিটি গঠনে এগিয়ে যাচ্ছে সিলেট মহানগর বিএনপি

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১৭ অক্টোবর ২০২২ ১২:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট মহানগর বিএনপি প্রাণবন্ত হয়ে উঠেছে। নগরীর পাড়া ও ওয়ার্ড কমিটি গঠন শুরু হওয়ার পর নতুন শক্তিতে এগিয়ে যাচ্ছে বিএনপি। তৃণমূল থেকে শুরু করে মহানগর পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে উঠছে বিএনপি। সুসংগঠিত হয়ে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। দলীয় শীর্ষ নেতাদের সাথে কথা বলে পাওয়া গেছে ওই তথ্য।

দলীয় সূত্র জানায়, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর সিলেট মহানগর বিএনপির আহŸায়ক কমিটি গঠন করা হয়। দায়িত্ব পেয়েই নগরীর ২৭ টি ওয়ার্ডের আহŸায়ক কমিটি গঠন করেন দায়িত্বশীল নেতৃত্ব। একই সঙ্গে পাড়া কমিটি গঠন করা হয়। কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতেই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। অবশেষে ৩০ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীর ২৭টি ওযার্ডের সম্মেলন শুরু হয়। ভোটের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে ওয়ার্ড কমিটির নেতৃত্ব। এ পর্যন্ত ৫টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এসব ওয়ার্ড হচ্ছে ১২, ১০, ৭, ১, ১৯,১৮ ও ২১। দলীয় সূত্র জানিয়েছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ২৭টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করা হবে।

দলীয় সূত্র জানায়, ওয়ার্ড কমিটির সম্মেলনগুলোতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন কয়েকটি সম্মেলনে উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে ওযার্ড কমিটির সম্মেলকে কেন্দ্র করে সিলেট মহানগর বিএনপি এখন অনেক চাঙ্গা। ঐকবদ্ধ হয়ে প্রতিটি সম্মেলন সফল করে তুলছেন নেতা কর্মীরা। প্রতিটি সম্মেলনে তৃণমূল কর্মীরা সরকার বিরোধী মনোভাব তুলে ধরছেন। সরকার বিরোধী আন্দোলনের ডাক দেয়ার জন্যে দাবি তুলছেন।

সম্মেলন সম্পর্কে দৈনিক বায়ান্নের কাছে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেছেন, ওয়ার্ড সম্মেলনগুলো সুসংগঠিতভাবে সম্পন্ন করা হচ্ছে। তিনি বলেন, ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে বিএনপিতে কোনো বিভক্তি নেই। তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। সর্বত্র দেখা দিয়েছে বিএনপির জাগরণ। এই ঐক্যবদ্ধই প্রমাণ করেছে আগামীতে শক্ত আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। মিফতাহ সিদ্দিকী জানান, আগামী নভেম্বরের মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি আন্দোলনমুখি কমিটি উপহার দেয়া হবে। এই কমিটিই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সিলেটের রাজপথ আন্দোলনমুখর করে তুলবে।