ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

উছমানপুর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:৫৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দ্বীপ্ত। আজকের যুব—সমাজ হবে আগামীর কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব সমাজকে প্রস্তুত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এজন্য শিক্ষা—দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ২টায় উছমানপুর ঈদগাহ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত উছমানপুর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সুস্থ বিনোদনের পাশাপাশি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

 

উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম ও জুয়েল আহমেদ নুরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো. মবশ্বির আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সাকির আহমদ শাহিন, ওসমানীনগর থানার সার্কেল এস.পি আশরাফুজ্জামান আশিক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট সিটি করর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, ৫নং গোয়ালাবাজার ইউপির চেয়ারম্যান পীর মজনু মিয়া, ১নং উমরপুর ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ২নং সাদিপুর ইউপির চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা,  ৪নং বুরুঙ্গা ইউপির চেয়ারম্যান আখলাকুর রহমান, ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, ৬নং তাজপুর ইউপির চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ৭নং দয়ামীর ইউপির চেয়ারম্যান এ.টি.এম ফখর উদ্দিন, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন প্রমুখ।