ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১

কালিয়াকৈরে স্বামীর ধারালো ছুরিঘাতে স্ত্রী নিহত

মো: মিজানুর রহমান (গাজীপুর) : | প্রকাশের সময় : বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১০:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর ধারালো ছুরিঘাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। 
 
উপজেলার উত্তর হিজলতলী বারেক সরকারের বাড়ীর ভাড়াটিয়া বুধবার ভোররাতে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহের জেরে সুজন মিয়ায় একপযায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে  বুকে আঘাত করলে স্ত্রী মল্লিকা (২৬)  গুরুত্বর আহত হয়।
 
পরে তাহাকে  আহতবস্থায়  উদ্ধার করে উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন।খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধারকরেময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিনআহম্মেদমেডিকেলকলেজহাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের শাহজাহান আলীর ছেলে সুজন মিয়ার সঙ্গে কয়েক বছর আগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া উত্তর বাগবের এলাকার আজমত আলীর মেয়ে মল্লিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়াঝাটি লেগে থাকতো।স্ত্রী মল্লিকা কালিয়াকৈরে স্থানীয় একটি কারখানায় চাকরী করত স্বামী অটোরিক্সসা চালাত।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম বিষয়টি নিশ্চিত করেছেন।