ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় চালু হলো ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার

আর আই রাজিব: | প্রকাশের সময় : রবিবার ১৬ এপ্রিল ২০২৩ ০৬:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর


কুষ্টিয়ায় ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার উদ্বোধন হয়েছে। কুষ্টিয়া থেকেই এখন থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে।
১৬ এপ্রিল বিকেলে শহরের এন এস রোড কুষ্টিয়া জেলা পরিষদ ভবনে এই ভিসা এপ্লিকেশন সেন্টার এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মি: প্রণয় ভরমা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি।
ভিসা সেন্টার উদ্বোধনের ফলে কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হল।
কাজেই আর যশোর, রাজশাহী কিংবা ঢাকায় নয়। এখন থেকে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার ভিসা প্রত্যাশীরা এখানেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম,কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান সহ প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।