![](https://dainikbayanno.com/storage/untitled-6-38.jpg)
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্ ।
শুক্রবার (১০ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন ক্রাবের নির্বাচন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২৯৮ জন। মোট ভোট পেড়েছে ২৮৬। নির্বাচনে অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১২৮ ভোট, উমর ফারুক আলহাদী সহ সভাপতি পদে ১৫৯ ভোট, সাধারণ সম্পাদক পদে এস আম বাদশাহ্ ১৮১ ভোট, নিয়াজ আহমেদ লাবু যুগ্ম সমাপদক পদে ১৬৮ ভোট, সাজ্জাদ মাহমুদ খান সাংগঠনিক সম্পাদক পদে ১৫৮ ভোট, আইন ও কল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য জিয়া খান ২০৩ ভোট, ইমরান রহমান ১৮৭ ভোট, মোহাম্মদ জাকারিয়া ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বায়ান্ন/এমএমএল/পিএইচ