‘আজে ঈদে মিলাদুন্নবীর জুলুছ চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন মধুর কণ্ঠে হামদ-নাত আর দুরুদ শরীফে মুখর পরিবেশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ।
জশনে জুলুছে শত-শত মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জুলুছের পতাকা, ব্যানার, পোস্টার, তরুনের সাজে আহম্মদাবাদ ইউনিয়নের সড়ক ও মোড়গুলো। হামদ-নাত আর দুরুদ শরীফের মুখর পরিবেশে জুলুছে শত-শত মানুষের ঢল নামে।
জুলুছে শিশু কিশোরসহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে একাকার হয়ে পড়ে সড়ক পথগুলো। যেদিকে চোখ যায় শুধু পাঞ্জাবি টুপি পরিহিত মুসল্লিদের ভিড় ।
রবিবার (০৯ অক্টোবর) আসরের নামাজের পরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন আহলে ছুন্নাত ওয়াল জামাত ও ইমাম সমিতির যৌত উদ্যোগে আমুরোড জামে মসজিদ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে শত-শত মুসল্লিসহ আশপাশের লোকজন অংশগ্রহণ করেন। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (সঃ) ধ্বনিতে স্লোগান দিতে থাকে। এতে মুখরিত হয়ে উঠে পুরো ইউনয়িন। এছাড়াও মন মুগ্ধকর নাতে রাসুল (দঃ) পরিবেশন করতে থাকেন অনেকেই।
শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে আমুরোড পঞ্চমোড়ে জমায়েত হয়। পরে সেখানে নবী করিম হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মিলাদ-ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে জুলুছের সমাপ্তি করা হয়।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।