ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

চট্টগ্রামে হ্যান্ডবল রেফারিজ প্রশিক্ষণ কোর্সে সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান

মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৮:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজে রোববার (৮-ডিসেম্বর)। বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সহযোগিতায় সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামে ৪ দিনব্যাপী হ্যান্ডবল রেফারিজ প্রশিক্ষণ কর্মসূচি ২০২৪ শেষ হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসুচির সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি মো: হাফিজুর রহমান।

সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম গিয়াস উদ্দিন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী লায়ন মো: জাহেদুল করিম বাপ্পী সিকদার, চট্টগ্রাম জেলার ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলর ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ। উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত কোর্সের ইন্সট্রাকটর এবং জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক নাসির উল্লাহ্ লাবলু ও কোর্সের ইন্সট্রাকটর এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত, এহতেশামুল হক মুন্না। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন বাবলি আসাম, মোরশেদুল আলম। 

সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের প্রভাষক সাইফুল্লাহ্ মুনির।

উল্লেখ্য গত ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারী শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থী, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং হ্যান্ডবল খেলোয়াড়সহ প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ