সুনামগঞ্জের জগন্নথাপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে জায়গা নিয়ে সাবেক ইউপি সদস্য আনা মিয়া ও একই গ্রামের ইকবাল হোসেন মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার ওসি (তদন্ত) সুশংকর পালের নেতৃত্বে সেকেন্ড অফিসার এস আই সাব্বির আহসান, এস আই জিয়া উদ্দিন, এস আই সজিব মিয়া, এ এস আই মনিরুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের মৃত আব্দুল আজাদের ছেলে ইকবাল হোসেন (৫৩), মৃত চান্দ আলীর ছেলে মোঃ মউরস মিয়া (৪৩), মোহাম্মদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), মোঃ আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আলী (২৩), আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের লাল মিয়ার ছেলে রফু মিয়া (৩৭)। গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার (১০ মার্চ) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।