ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১
বগুড়ায় জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার কোর্সের উদ্বোধন

জাপান- বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিদ্যামান-রাষ্ট্রদূত-ইওয়ামা কিমিনোরি

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৫ অক্টোবর ২০২৩ ১০:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

 বগুড়ায় টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি (টিআইএসআই) ক্যাম্পাসে রবিবার সকালে জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, জাপান ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের ও শক্তিশালী বন্ধনে আবদ্ধ। এ দেশের কৃষি ও নির্মান খাতের উন্নয়নে জাপান কাজ করছে। তিনি বলেন, জাপান ও বাংলাদেশের জনগনের মধ্যে অত্যন্ত গভীর সু-সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক উন্নয়নে টিএমএসএস ও জাপানিজ প্রতিষ্ঠান এমআইআরএআই যৌথ উদ্যোগে কার্যকর ভূমিকা রাখবে।

টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া (শাজাহানপুর-গাবতলী) সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, ঢাকাস্থ জাপান দূতাবাসের ফাস্ট সেক্রেটারী তাবেই ইয়াসুসি, পিকেএসএফ এর উপ- ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, এমআইআরএআই  কোম্পানী লিমিটেড এর সিইও আকিরা ইয়াছুটুমি, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টিএমএসএস সেক্টর প্রধান নিগার সুলতানা, প্রেজিন্টেশন উপস্থাপন করেন টিএমএসএস এর স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

উক্ত কোর্স সম্পাদন করে শিক্ষার্থীরা জাপানে কর্মসংস্থানের সুযোগ লাভ করবে। জাপান কতৃক নিযুক্ত প্রশিক্ষক এই কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন। জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার ৬ মাসের আবাসিক ক্যাম্প এমআইআরএআই ও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি (টিএনআরএ) এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়ায় শাজাহানপুর সুজাবাদে টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি (টিআইএসআই), টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক- ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল (টিএফ এইউএমসিএইচ), জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট (জেএফএনআই) এই ৩টি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে উক্ত জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার কোর্স পরিচালিত হবে।

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিকালে টিএমএসএস ফাউন্ডেশন অফিস পরিদর্শন করে মম ইন হোটেলে মতবিনিময় ও পরিচিতি সভায় বক্তব্য রাখেন। এসময় তার সফর সঙ্গী সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, টিএমএসএস এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন ও টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেণ।