ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ১০:৪৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরহাতুর গ্রামের মিনা বেগম (৩০) নামে ৩ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতী গ্রামের কামাল আহমদের স্ত্রী।

পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টায় বসতঘর সংলগ্ন একটি ঘরে গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার মিনা বেগম তার ছেলেকে স্কুলে পাটিয়ে এবং মেয়েকে থালাবাসন ধৌত করতে পাটিয়ে টমটম রাখার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মিনার মেয়ে থালাবাসন ধৌত করে ঘরে ফিরে মাকে না পেয়ে খোঁজাখুজি করে এক পর্যায় বসতঘরের পাশের টমটম রাখার ঘরে ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পেয়ে জৈন্তাপুর মডেল থানাপুলিশের টিম গিয়ে লাশ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগির আহমেদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।