ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

জৈন্তাপুর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২ ০৮:৪৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দলের কমিটি গঠন করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

ঘোষিত কমিটি আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি, অন্যান্য উপকমিটি গঠনের দায়িত্ব প্রদান করে আহবায়ক কমিটিকে।

মোহাম্মদ শাহজাহানকে আহবায়ক এবং মো: আব্দুল্লাহ ইলিয়াছকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।