টাঙ্গাইল ঐতিহ্যবাহী করোনেশন ড্রামাটিক ক্লাব সিডিসিতে ৭ দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলিত করে উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নাট্য নিদের্শক ও অভিনেতা মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনেশন নাট্যবিতানের সাবেক সভাপতি আতাউর রহমান খান, এমপি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী রফিকুল আলমসহ স্থানীয় সংগীতশিল্পীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু ও অধ্যাপক দেবাশীষ দেব।