ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সরকারি দপ্তর প্রধানদের সাথে রংপুর বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ে জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে রংপুর বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা কৃষি সম্প্রসারণ অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম বলেন, সরকারী প্রতিটি দপ্তরের কর্মকর্তারা বিগত সরকারের সময়ে ঘুষ, নিয়োগ বানিজ্য এবং দুর্নীতিতে সমান অংশিদার ছিলেন। নিজ নিজ কর্মক্ষেত্রে সুবিচার না করে এবং নিষ্ঠার সাথে যদি কাজ করতে না পারেন তবে আমরা প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের আমরা সতর্ক করে বলছি যে, বিগত সময়ে যা করেছেন তা আর চলবেনা। নতুর উদ্যমে দুর্নীতি না করে দেশের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করতে না পারলে চাকরী ছেড়ে দিন। না হলে আমরাই ছাড়িয়ে দেবো।

 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ