ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

তাপপ্রবাহ থাকবে আরও তিন দিন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৬ এপ্রিল ২০২৩ ০৪:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 

দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার (১৬ এপ্রিল) দুপুরে তাপ প্রবাহের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ চলমান এবং তা আজ (১৬ এপ্রিল) থেকে আরও তিন দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে ৫৮ বছরের মধ্যে সবচেয়ে গরম দিন কাটাচ্ছেন ঢাকার মানুষ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে। পাশাপাশি বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের আঁচ আরও বেশি অনুভূত হচ্ছে। ঢাকায় আজ দুপুর ১২টায় আর্দ্রতা ছিল মাত্র ২৩ শতাংশ। ১৯৬৫ সালে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

টানা কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এবারের গরমে ভিন্নমাত্রা রয়েছে। বাতাসের আদ্রতা স্বাভাবিকের চেয়ে কম। তাই তাপাদাহের মধ্যে ঠোট শুকিয়ে ও ফেটে যাচ্ছে। বাতাসের জ্বলীয়বাস্প কম থাকায় মূলত এমন হচ্ছে। সকালে সুর্য উঠার সাথে-সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে-সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদেও তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

আজ রবিবার (১৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল দেশের আবহাওয়া পূর্বাভাস নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ দিয়ে থাকেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী আজ আবারও দেশের অনেক জেলায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি জানান, আজ চুয়াডাঙ্গা, খুলনা, যশোর, ঝিনাইদহ, ফেনী, চট্রগ্রাম, নোয়াখালী জেলায় ৪২ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে; ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাগুরা, নড়াইলে ৪১ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে; বরিশাল, পিরোজপুর, বরগুনা, চাপাই নবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠার প্রবল সম্ভাবনা রয়েছে; খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, পারবত্য চট্রগ্রামের সকল জেলায় ৪১ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগের জেলাগুলোতে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে।