ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

তাহিরপুরে শিশুকে পাশবিক নির্যাতন: যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৭:২৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের তাহিরপুরে সাত বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে নিফাজুল (১৯) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

 

আটককৃত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের অমৃতপুর গ্রামের শাহজামালের ছেলে।

 

ভিকটিমের মা জানান, সোমবার সন্ধ্যার দিকে তার সাত বছরের শিশু কন্যাকে তাদের ঘরের পাশ্ববর্তী আলমাস মিয়ার নির্জন ঘরে কৌশলে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার মা ও চাচী এই যুবকের কবল থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করে। রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মা তাহিরপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পর পুলিশ অভিযান চালিয়ে যুবকের নিজ বাড়ী থেকে রাত প্রায় আড়াইটার দিকে তাকে আটক করে।

 

তাহিরপুর থানার উপপরিদর্শক গোলাম হাক্কানী জানান, শিশুটির মার অভিযোগের ভিত্তিত্বে নিফাজুল নামে এক যুবককে পুলিশ অভিযান চালিয়ে আটক করে থানা হেফাজতে জিঞ্জাসাবাদ করছে। যদি ঘটনাটি সত্য মনে হয় তাহলে তার বিরোদ্ধে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।