ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

দিনাজপুরে পাট ও পাট পণ্যের বাজার সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটির মূল লক্ষ্য ছিল আঞ্চলিক পর্যায়ে পাট ও পাট পণ্যের বাজার সম্প্রসারণ এবং পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য জনসচেতনতা বৃদ্ধি করা। সভায় পাট এবং পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী, স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। 

সন্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ নুর এ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কর্মাসের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন, ভোক্তা সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার। এছাড়া অনুষ্ঠানে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, পাটবীজ উৎপাদনকারী কৃষক কেশব চন্দ্র দেব শর্মা, ব্যবসায়ী খলিলুর রহমান, শিউলি আক্তার, জাহানারা বেগম, এবং বস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি মো মহসিন আলী’সহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

এ সভার মাধ্যমে পাট এবং পাট পণ্যের প্রতি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে