ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাতক্ষীরায় ব্যবসায়ী ও স্টকহোল্ডারদের মতবিনিময় সভা

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি নিয়ে ব্যবসায়ী ও সরকারী-বেসরকারী স্টকহোল্ডারদের সাথে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরার আয়োজন রোববার দুপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌউস। 

জেলা ক্যাবের সভাপতি ফেরদৌসী সুলতানা'র সভাপতিত্বে এসময় সেখান উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বৃষ্ণপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ডাক্তার মোঃ আব্দুস সালাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভিন আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, বাজারে নিত্যপণ্যর দাম বেড়ে যাওয়ায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করি ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটা ঠিক। কি সেটা যেন অবশ্যই যৌক্তিক পর্যায়ে থাকে। এজন্য নিজেদের উন্নয়নের উপর জোর দিতে হবে । এছাড়া ভোক্তাদেরও আরো সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করে বক্তারা আরো বলেন, বাজারে কোন জিনিসের সংকট হলেই অনেকই তা ক্রয়ের জন্য হুমড়ি খেয়ে পড়েন। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ