টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালন উৎসব করেছেন সনাতনী ধর্মাবলম্বীরা। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কালী বাড়ি নাট মন্দির কমিটি আয়োজিত মন্দির কমিটি সভাপতি রমেন্দ্র নারায়ন শীল এর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রীকৃষ্ণ সৃষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ। বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। পরবর্তীতে তিনি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায়ও অংশগ্রহণ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, পূজা উৎযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার সাহা, কেন্দ্রীয় কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু লক্ষীকান্ত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রামেন্দ্রসুন্দর বোস, জন্মাষ্টমীব্রত পালন উৎসব আয়োজক কমিটির আহবায়ক শ্যামল কুমার সাহা রাধু, বাংলাদেশ হিন্দু পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিক্রম ঘোষ, যুব পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক গোপাল সরকার, সহ নাগরপুরের সনাতনী পূজারী ও ভক্ত বৃন্দরা।
উল্লেখ্য, ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ অবতারে মর্ত্যে জন্মগ্রহণ করেন বিষ্ণু। তাই এই তিথিটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। রোহিণী নক্ষত্রে মথুরায় মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। আর তাই এই দিনটিকে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত হিসেবে পালন করেন।