নাটোরে শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলছে। নাটোর সড়ক ও জনপথ বিভাগ জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ কার্ক্রম পরিচালনা করে। এর আগে জনগণের চলাচলের জন্য জনস্বার্থে উচ্ছেদের নোটিশ দেন সড়ক ও জনপথ বিভাগ। পরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এই কায়ক্রম পরিচালনার আদেশ দেন।
আদালতের নির্দেশে বুধবার (০৮ ডিসেম্বর) নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশের সহায়তায় শহরের প্রধান সড়কের হরিশপুর বাইপাস থেকে মাদরাসা মোড় হয়ে বেলঘরিয়া বাইপাস মোড় এবং পুলিশ সুপারের অফিস পর্যন্ত ফুটপথ এবং সড়ক দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেন।
গত মাসে নাটোর সড়ক ও জনপথ বিভাগ ২৬ তারিখে সড়ক প্রচারিত একটি সংবাদ সংবাদ প্রচার করে একাত্তর টিভি "নাটোরে ব্যবসায়ীদের দখলে ফুটপাত" শিরোনামে সংবাদটি আমলী ম্যাজিস্ট্রেটের নজরে এলে গত ২ ডিসেম্বর নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম জনস্বার্থ বিবেচনায় এই আদেশ দেন।
ফুটপাতের অবৈধ দখলদাররা নির্ধারিত সময়ে স্থাপনা অপসারণ করে দখল ছেড়ে দিলে সে বিষয়ে প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৮ ডিসেম্বরে প্রতিবেদন জমা দিয়োও নির্দেশ দিয়েছিলেন আদালত।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, মো. কামরুল ইসলাম বলেন, ফুটপাতের যেসব অবৈধ দখলদাররা দখল ছেড়ে দিবে না, তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশের আলোকেই উচ্চেদ অভিযান চালানো হয়।
তবে দখল উচ্ছেদ পরিচালনা করায় ফুটপাথের দরিদ্র ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তারা কি করবেন সে বিষয়ে নুরুপায় হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে চলার স্বার্থে তারা জেলা প্রশাসকের কাছে তাদের বিকল্প জায়গায় ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, তারা বিকল্প জায়গায় তাদের পুর্নাসনের বিষয়টি বিবেচনা করছেন ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ